লাশের কান্না | কবি উম্মি হুরায়েরা বিলু

লাশের কান্না
উম্মি হুরায়েরা বিলু

যারা আজ মারছে মানুষ
ইচ্ছে মতো যখন খুশি,
খুন খারাবী চাঁদাবাজি
সব করেও মুখে হাসি।

ন্যায়বিচার আজ ঘুমিয়ে পড়ে
ক্ষমতারই শিয়রে,
আশার আলো নিভে গেছে
অন্যায়েরই ভিরে।
সব অপরাধ করছে তারা
ছিড়ছে ধৈর্য রশি।

স্বাধীন দেশের সুশীল সমাজ
শোনো লাশের কান্না,
দেশে এখন বইছে আবার
অন্যায়েরই বন্যা।
ভয়েতে চুপ জনতার দল
ন্যায়ের গলায় ফাঁসি।

অতীত থেকে শিক্ষা নিয়ে
সামনে চলো ভাই,
নইলে কিন্তু দেশের বুকে
পাবে না কো ঠাঁই।
আগুন জ্বলবে বুকের ভিতর
শেষ হবে এই সর্বনাশী।

আরো পড়ুনঃ  ধর্ষণ | কবি উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *