
লাশের সারি
উম্মি হুরায়েরা বিলু
আর্তনাদে ভারি আকাশ
লাশ যে সারি সারি,
কে বোঝে গো সন্তান হারা
মায়ের আহাজারি।
বুকের মানিক হারিয়ে গেছে
আসবে না আর ফিরে,
পাখি হয়ে উড়ে গেছে
ঐ আকাশের নীরে।
স্কুল শেষ ফিরবে না আর
তারা নিজের ঘরে,
ছেলের হাসি পড়লে মনে
চোখে অশ্রু ঝরে।
যার চলে যায় সে বোঝে হায়
স্বজন হারা ব্যথা,
কোলাহল পূর্ণ স্কুলে আজ
শুধুই নিরবতা।