শরৎ সৌন্দর্য কলমে মাহমুদা জান্নাত

শরৎ সৌন্দর্য
মাহমুদা জান্নাত

প্রকৃতিতে এখন শরৎকাল
প্রকৃতি আনন্দে হেসে ওঠে।
ভাদ্র-আশ্বিন এই দু’ মাসে
নানা জাতের ফুল ফোটে।

শরতের প্রকৃতি হয় কোমল
শান্ত, স্নিগ্ধ আর উদার।
শাপলা,শালুক আর কাশফুলে
জমে যায় প্রকৃতির বাহার।

নীল আকাশ আর কাশফুলের
শুভ্র পালক শোভিত উদ্যান।
প্রকৃতির নতুন রূপ নতুন সাজে
এ যেন মিষ্টি শরতেরই আহ্বান।

শাপলা ফোটে পুকুর, হাওর আর বিলে
বড় বড় পাতা, সাদা আর লাল রং মিলে।
কামিনি ফোটে সন্ধ্যায় ঝরে ভোরবেলায়
ঘন সবুজ পাতার ফাকে থোকায় থোকায়।

রাত্রিবেলা শিউলি ফোটে যেন রাতের রানী
পাতার রং ফিকে সবুজ,সুবাসে মনোহারিণী।
জবা রানী বাড়ির উঠোন মোহনাীয় করে তোলে
রক্তিম সৌন্দর্য মাখা, যেন হৃদয়খানি ভোলে।

কেয়া, জুঁই, মালতী, মলল্লিকা দোলনচাঁপাও সাথে
সকলে মিলে একসাথে শরৎ ঋতুকে আগলে রাখে।
বেলি,জারুল,নয়নতারা,শ্বেতকাঞ্চন,রাধুচূড়াও হাসে
নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘেরাও ভাসে।

 

কবি পরিচিতিঃ মাহমুদা জান্নাত, ২০০২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ লুৎফর রহমান (ব্যাবসায়ী) এবং মাতা মোছাঃ আকলিমা বেগম (গৃহিনী)। কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম থেকে মাধ্যমিক এবং কাটিরহাট মহিলা কলেজ, চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীণ্ হয়। তিনি এখন পলাশবাড়ী সরকারি কলেজ, গাইবান্ধা অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। তাঁর লেখালেখি মাধ্যমিক এর গনডি পেরোনোর আগে থেকেই শুরু। তিনি অবসরো লিখতে ভালোবাসেন।

আরো কবিতা পড়ুন 

আরো পড়ুনঃ  নববর্ষের গান

2 thoughts on “শরৎ সৌন্দর্য কলমে মাহমুদা জান্নাত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *