শান্তির খোঁজে
খুরশীদ জাহান রুপা
আমি শান্তিনগর গিয়েছিলাম শান্তির খোঁজে,
সেখানে দেখি ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলে।
তাই চলে গেলাম শান্তির মায়ের কাছে শান্তির খোঁজে,
সেখানেও দেখি শান্তির মায়ের ঘরেও অশান্তির আগুন জ্বলে।
কোথায় শান্তি, কোথায় শান্তি!
কোথাও নাই একটুও শান্তি।
চারিদিকে শুধু অশান্তির হা হুতাশ শান্তি নাকি মারা গেছে।
শেষে আমি ফিরে আসলাম নিজের কুঁড়ে ঘরে, এখানে এসে দেখি শান্তি আছে,শান্তি আছে!