সুন্দরতম অভিশাপ
ফাহিয়া হক ইন্নি
হৃদয় ভাঙ্গা নিঃসন্দেহে মহাপাপ
এই ভুল কাজের হয় কি কখনো মাফ?
তোমার জন্য রয়েছে সুন্দরতম অভিশাপ।
আমাকে মনে পরবে তোমার
অন্যকাউকে করলে আলিঙ্গন
ঠোঁটে ঠোঁট ঘেঁষে চুম্বন ।
আমাকে মনে পড়বে তখন ,
ভুলতে চাইবে তুমি যখন।
নীল আকাশের দিকে তাকালে তুমি ,
কেঁপে উঠবে তোমার হৃদয়ভূমি।
আমার শূন্যতা অনুভূত হবে তোমার পৃথিবী জুড়ে ,
যদিও বিচ্ছেদের আগুনে গেছে সব পুড়ে।
কি মজা ! দেখতে পারবে না তুমি খোলা আকাশ,
তোমার প্রিয় শরত দিনের কাশ।
নতুন করে তোমার হৃদয়ে হবে আমার বসবাস।
সংক্ষিপ্ত পরিচিতঃ কবি ফাহিয়া হক ইন্নি। জন্ম ১৫ই অক্টোবর ২০০৬। মাতা রাবেয়া খাতুন এবং পিতা মো.তুহিন। বর্তমান ঠিকানাঃ মেরাজনগর, কদমতলী, ঢাকা। বিজ্ঞান বিভাগে এসএসসি(২০২৩)পরীক্ষা দিয়েছেন। কবিতা পড়তে পছন্দ করেন। রোমান্টিক কবি হিসেবেই পরিচিত।
আরো কবিতা পড়ুন