সোনাকান্দি গ্রাম
আবু নাইম সেজান
কতদিন পর এলাম আমি
নিজ গায়ের ভিটায়,
যে গায়েতে প্রকৃতি তাহার
সৌন্দর্যের ফুল ফোটায়।
সোনার ফসলের তাজা ক্ষেত আর
নদীর তীরের ঘাট,
চারিদিকে বন-বনানী আর
নানান খেলার মাঠ।
প্রভাত বেলায় কৃষক আর
জেলেদের আনাগোনা,
দিঘি–শৈবালীনে মাছ ধরা আর
ক্ষেতে ফসল বোনা।
বহুদিন পর এলাম দেখিতে
আমার প্রিয় গা,
নদীর বুকে পাল তোলে চলে
মতি মাঝির না।
এই গায়েতে কেটেছে মোর
শৈশবকালের দিন,
পল্লীর কোলে ঘুরে বেড়ানোর দিনগুলো আজ
হয়ে গেছে বিলীন।
গাছে গাছে দোয়েল,পেচা আর
লিচু,কাঠাল,আম,
বহু সৌন্দর্যের লীলাভূমি এই
সোনাকান্দি গ্রাম।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য