কবিতার নাম: হবু লাশ থেকে লাশ হলাম! লেখিকা: মালুফা ইসলাম

হবু লাশ থেকে লাশ হলাম! কলমে মালুফা ইসলাম

হবু লাশ থেকে লাশ হলাম!
~ মালুফা ইসলাম

ভাবছি, এই দীপ্তিময় পৃথিবী ছেড়ে,
হুট করেই অন্ধকারে চলে যাবো!
যদি নিজেকেই আলোকিত করতে না পারি;
গোরের রশ্মি কোথায় পাবো?

হঠাৎ উন্নীত হলাম!
হবু লাশ থেকে লাশ হলাম!

প্রভাতে আবছা আলোয় হেঁটেছি কত,
ইশ! যদি এক চিমটি আলো রেখে দিতে পারতাম?
যদি হাঁটতে হাঁটতে তাসবিহ পাঠে বিভোর থাকতাম?
তাহলে কি আজ এতটা অন্ধকারে নিক্ষিপ্ত হতাম?

দুপুরের তীব্র সূর্যতাপ থেকে পালিয়েছি কত!
আহ! যদি কিছু টা উষ্ণতা রেখে দিতাম?
যদি কাজের ফাঁকে ফাঁকে তাওবা করতেই থাকতাম!
তাহলে কি এই গুনাহের বোঝা নিয়ে কবরে আসতাম?

রাতে চাঁদ দেখে কত ছবিই না তুলে রেখেছি!
ইশ! যদি চাঁদের মত নিজেকে স্রষ্টার আলোয় আলোকিত করতাম?
যদি রাত শেষে চাঁদের মতোই স্রষ্টার চরণে লুটিয়ে পড়তাম?
যেই যন্ত্রণা পৃথিবীর মানুষদের কল্পনারও বাহিরে!
তাহলে কি আজ এই যন্ত্রণা আমি ভোগ করতাম?

আহ! কী করলাম??

আরো পড়ুনঃ  ৩৯ টি ঈদ নিয়ে কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *