ক্ষণজন্মা তিথি কলমে আজীমি
ক্ষণজন্মা তিথি আজীমি হঠাৎ! মিহি বাতাসে পাঁজর ছিন্ন করে একটা মলাট বাধা চিরকুটে ভেসে আসে দূর হতে নিঃসঙ্গ কবিতার কান্না,কিছু আহত দীর্ঘশ্বাস। প্রতীক্ষিত শহরের বুকে লেখা কোটি কোটি অভিলাষী গল্পের ভীড়ে আমি দেখেছি একে একে সব রক্তাক্ত শব্দের আঁচড়, কি করে সাদা কাগজের আয়নায় ভেসে উঠে? নিমজ্জিত চোখে এক সাগর নীল কষ্ট অভিমানে ভেজা এক […]