তরী কলমে সুমাইয়া ইয়াসমিন কণা
তরী সুমাইয়া ইয়াসমিন কণা দুকূল ভরিয়া পানি, ছোট্ট দিপে মোর ক্ষেত খানি , সোনালী ধানে ভরা ক্ষেত কাটিয়া লইয়া যাবো মোর দেশ। প্রবল ঢেউয়ে দুকূল ভাঙ্গে বৃষ্টি নামবে কিছুক্ষণে, ধান কাটিয়া বসে আছি একা, মাঝির মেলে নাই কোনো দেখা । ক্ষণিক অপেক্ষায়! দূরে দেখি আসিতেছে এক মাঝি , একলা বাইছে তার তরী। দেখিয়া ডাকিলাম তারে […]