ঈদ আনন্দ
ঈদ আনন্দ মারজিয়া শাহনাজ জেসি ঈদের হাসি, ঈদের খুশি লাগলো সবার মনে, ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক হাসি আনন্দ গানে। ঈদ আনন্দে সবাই মিলে সাজবে নতুন রঙে, সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলবো একই সঙ্গে। থাকবে না আর হানাহানি হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, সবাই মিলে করবো মজা দিন কাটবে বেশ।