তরুণ কবি ও লেখক সাকিব মৃধা’র সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী

সাকিব মৃধা বাংলা সাহিত্যের তরুণ কবি ও লেখকের তালিকায় এক পরিচিত নাম। যিনি নিয়মিতই কবিতা, গল্প লেখছেন। আজকে আমরা সাকিব মৃধা’র সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী সম্পর্কে জানবো।

সংক্ষিপ্ত পরিচিতি

সাকিব মৃধা বাংলা সাহিত্যের তরুণ এক নক্ষত্র, তিনি ২০০০ সালে ১১’ই মার্চ মানিকগঞ্জ জেলার সিংগাইরে জন্মগ্রহণ করেন। বাবা ছলিল মৃধা এবং মা জিয়াসমিন বেগম।

 

সাকিব মৃধা’র ছবি

 

সাকিব মৃধা’র ছবি

 

তরুণ কবি ও লেখক সাকিব মৃধা

 

তরুণ কবি ও লেখক সাকিব মৃধা সংক্ষিপ্ত পরিচিতি

 

সাহিত্যের সূচনা

শুনতে অবাগ লাগলেও এটাই সত্য যে
সাকিব কখনোই লেখক হতে চায়নি, এমনকি সাহিত্যের সাথে তার দূর-দূরান্তে কোন সম্পর্কই ছিল না।

তবে হঠাৎই এক অপ্রত্যাশিত একাকিত্বের অন্ধকারে সাহিত্যের সাথে সাকিবের পরিচয়।

ধীরে ধীরে একটা সময় কোলাহল প্রিয় সাকিব, বইয়ের সাথে একাকিত্বে ডুবতে লাগলেন। সাথে বই পড়ার মগ্ন হতে থাকলেন।

তার মতে নিজের মনের সবটুকু কথা একমাত্র নিজের ডাইরিটাকেই নির্দ্বিধায় বলা যায়।

সেই থেকে তার সাহিত্যের সঙ্গে এক নিবির সম্পর্কের যাত্রা শুরু।

তিনি বিশ্বাস করেন
স্রষ্টা যখন আমাদের থেকে সমস্ত কিছু নিয়ে যায়, যখন আমাদের কাছে হারাবার মতো কিছুই থাকে না; তখনি সৃষ্টির্কতা তার পক্ষথেকে সব চেয়ে বড় উপহারটা আমাদের দিয়ে থাকেন, এবং তার জীবনের লেখালিখিটাই ছিলো সর্বশ্রেষ্ঠা উপহার।

প্রকাশিত বই

তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ বিষাদের ভাঁটফুল প্রকাশ পায় ২০২১ বই মেলায়।

লেখালিখির শুরু দিকেই সাকিব পাঠক প্রিয় হতে থাকেন ধীরে ধীরে লেখালিখির প্রতি আরো গভীর ভাবে ডুবতে থাকে।

পরর্বতিতে ২০২২ বই মেলায় তার লেখা ৩০ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ পায়। যার মাধ্যমে সাকিব তুমুল ভাবে পাঠক প্রিয় হয়ে উঠেন।

তার লেখা প্রতিটা শব্দেরা জানে তার সূর্যাস্তের গল্প, কারণ সেই জীবনের সূর্যাস্ত থেকে এই জীবনের সূর্যোদয়ের মধ্যবর্তী এক শতাব্দী সময়টা, তিনি শুধুমাত্র কলমের খশখশ শব্দে একলা একা, এক বর্ণমালাকে শব্দ থেকে বাক্য করে করে আজকের লেখক সাকিব মৃৃধা।

আরো পড়ুনঃ  তরুণ কবি ও লেখক আসলিহানের সংক্ষিপ্ত পরিচিতি

আঁধার প্রিয় লেখক তিনি,
জীবনে ঘিরে থাকা অপ্রত্যাশিত অন্ধকারটাই
আজকাল তার ভীষণ প্রিয়, কারণ এই আঁধার তাকে লিখতে শিখিয়েছে, শিখিয়েছে কি করে আড়াল থেকেও আকাশ ছোঁয়া যায়।

তাই তিনি আড়াল থেকেই লিখে যেতে চায় এক হার না মানা অন্ধকারের গল্প।

আজকাল নিঃসঙ্গতাকে সঙ্গ করেই গুটি পায়ে এগিয়ে চলছে সাহিত্যাঙ্গনের এই নতুন তারা।

শিক্ষা জীবন

তিনি মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পুরান ঢাকার শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

বর্তমানে তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যায়ন করছেন, পাশাপাশি তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন

উল্লেখিত পুরস্কার

২০২৩ সালে সাকিব রেকর্ড সংক্ষক ২৫ সাহিত্য পুরস্কার অর্জন করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পদক

কবি নজরুল সাহিত্য পুরস্কার

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্য পুরস্কার

পল্লী কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার

মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য পুরস্কার

মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক

বেগম রোকেয়া সাহিত্য পুরস্কার

গোলাম মোস্তফা সাহিত্য পুরস্কার

জাতীয় কাব্য পুরস্কার

ফররুক আহমেদ সাহিত্য পদক

Youth talent award

Bangladesh literature & cultural Association award

Bangabandhu literature award

Rabindra literature award

Star Award 2022

National literature award

 

নিয়মিত পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *