নিতান্ত্য ব্যাপক
মাওয়া বিনতে কুতুব
কতশত স্মৃতির অম্লান ঘটে গেল
নিত্যান্ত্যই ব্যাপক হারে
আরো কত কিছু দেখবো বলে
নিস্তব্য আঁধার ঘনিয়ে আসে।
বাস্তবিকতায় সব তো ধুমছে গেছে,
কুয়াশায় ঝাপসা অনিল
প্রাকৃতিক গোধূলি শিখিয়ে গেছে
অনেক কিছু এখনো মলিন।
অন্ধকারে হালকা বাতাসে
হাওয়ার অধিক প্রবল
কিছু কিছু মিষ্টি রাতে
পূর্ণিমার অনেক রাত আলোর ঝলমল।
নিত্যান্ত ভাবিয়া দেখি,,
তাহাই তো স্বপ্নের খুঁড়ি
ব্যাপ্যারুত্ব্য নই ব্যাপ্যারিক হে রন্জিত অনুজ
কত শত রাত নিস্তব্ধ হয়ে ক্ষিন্ম সরে যায়
আর কত? গম্ভীর কণ্ঠে পাখিরা গান গেয়ে যায়।
নিত্যান্তই কল্পনার ঝলক
মহাবিশ্বে যাহা করুনঘন
ব্যাপারিত্বে নহে নগ্নসর অধীর
তৃনবন্ধনে নিস্তার নহে মোর
ব্যাপারীত্নে হয় অনেক সুবিশাল হুর।
কবি পরিচিতি নাম: মাওয়া বিনতে কুতুব |