আমরা কি ভুলে যাচ্ছি

আমরা কি ভুলে যাচ্ছি
~ জান্নাতুল ফেরদাউস

আমরা কি শহিদ শরিফ উসমান বিন হাদী (রহ.) কে ভুলে যাচ্ছি ?
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভাই কিভাবে তাঁর তাজা খুন ঢেলে দিয়েছিল আমার কি ভুলে যাচ্ছি ?
আমার কি ভুলে যাচ্ছি যে আমাদের একজন “হাদী” ছিল …!
আমরা কি ভুলে যাচ্ছি যে, তার রক্তের বদলা আমরা এখনো নিতে পারি নাই…!
হে বিবেকবান মানুষেরা !
হে উসমানের সহযোদ্ধারা !
হে অশ্রু বিসর্জন কারীরা !
আমরা কি ভুলে যাচ্ছি ??

ফেইসবুক, ইউটিউব থেকে কেমন ভবে ধীরে ধীরে যেন “হাদী” কে সরিয়ে দেওয়া হচ্ছে। অনলাইন প্লাটফর্ম গুলো কেমন জানি উল্টে যাচ্ছে। প্রচারিত হচ্ছে অপ্রাসঙ্গিক খবর। কোথায় কে জুতা খুলল, কোথায় কে মাটি হাতে নিল। এসবে ভরে আছে মিডিয়া গুলো। একটা বিড়াল নিয়ে যেভাবে লেখালিখি চলছে,, “হাদী” হত্যার বিচার নিয়ে তার চুল পরিমাণও হয় নাই ।

আমাদের এভাবে ভুলে গেলে চলবে না । তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের লেখা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ জিন্দাবাদ…
ইনকিলাব জিন্দাবাদ…

আরো পড়ুনঃ  রাত্রির উপাসিকা কলমে ফক্বিহা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *