
তুমি আছো হৃদয় জুড়ে
কলমে নাজমুন নাহার
তুমি আমার সকালবেলা,
ভোরের রোদে মিষ্টি খেলা।
তুমি যখন পাশে থাকো,
সব দুঃখই হাওয়া হোক।
তোমার চোখে চাঁদের আলো,
মনে জাগে ভালো ভালো।
তোমার হাসি স্বপ্ন মাখা,
জীবন যেনো রঙে আঁকা।
তুমি ছুঁলেই মনটা হাসে,
তোমায় চায় প্রতিটি শ্বাসে।
তোমার নামে জপি দোয়া,
তোমার সাথে চাই সব ছোয়া।
হাজার তারার ভিড় পেরিয়ে,
তোমাকেই চাই জীবনের ঢেউয়ে।
তুমি আমার শান্তি, আশ্রয়,
ভালোবাসা শুধু তোমায়ই রয়।
চলো দু’জনে পথ চলি,
ভালোবাসার গল্প গলি গলি।
তুমি আমি—একই ছবি,
ভালোবাসা হোক চিরকাল রবি।




