
বিদায় বাংলার মেয়ে
কলমে: নাজমুন নাহার খান
খালেদা জিয়া গেলো চলে,
শূন্য হলো নেতা-দলের কোল।
নীরব হয়ে গেলো সভা,
বেদনায় কাঁদে বাংলা সবা।
এক সময়ের গর্জন কণ্ঠ,
ছিলো যিনি সাহসের মন্ত্র।
স্বাধীনতার পতাকা হাতে,
লড়েছিলেন বুক চিতিয়ে রাতে।
জনতার মা, ভোটের রানী,
নিরব চোখে পড়ে আজ বাণী।
স্মৃতির পাতায় আঁকা ছবি,
হৃদয়ে বাজে অভাবের রবি।
নেত্রী তুমি ছিলে আশার দীপ্তি,
চলে গেলে রেখে হাহাকার বৃপ্তি।
বাংলার নারী, বাংলার মা,
তোমার শূন্যতায় কান্দে সব থা।
গেলো যে যুগ এক সাহসের,
কালের খাতায় অশ্রু মেশার।
খালেদা জিয়া, তুমি চির অমর,
বাঙালির হৃদয়ে বাজে তব চরণ ধ্বনি গরর।




