ভালোবাসা যায় না কলমে চন্দক বড়ুয়া

  • ভালোবাসা যায় না
    চন্দক বড়ুয়া

অবাধ্য নাবালকের মতো অধীর আগ্রহে
নবাগতার অপেক্ষায়,চোখে মুখে কি প্রশান্তি ;
বাঁধভাঙ্গা জোয়ার যেন মনে ঢেউ খেলছে ,
ছলছল চোখে এদিক ওদিক তাকাচ্ছে!

পরক্ষণে মুঠোফোনে ম্যাসেজের শব্দ
ক্ষুদে বার্তায় লিখা,আজ আসছিনা।

যেন,যান্ত্রিক কোলাহল থেমে গেছে;
গন্তব্য ফেরা পাদচারীর নিঃশব্দ চলাফেরা।
চোখে ঘোর অমাবস্যার অন্ধকার।
সত্যই কি,বাস্তবতা অবাস্তবের স্বপ্নের ঘোরে?

চুপিসারে শিশির কণা এসে কানে কানে বলে,
হে পথিক ! আমি ঐ দূর পাহাড় থেকে আসছি ;
ঐ দূর পাহাড়ের পাদদেশে দেখেছি
তোমার নবাগতা অন্যের প্রেমে মগ্ন।

নিশ্চয়ই তুমি মরীচিকার পিছু পিছু ছুটছো !
মনুষ্যহীন ছায়ায় স্বর্গীয় ভালোবাসা খুঁজছো ?
বন্ধু,অনুভূতিহীন আবেগে স্বপ্ন দেখা যায়,
ভালোবাসা যায় না…

আরো পড়ুনঃ  কবিতার শিরোনাম দুদিনের পরিচয় লেখিকা আয়েশা সিদ্দিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *