আমার ডায়েরি
মর্জিনা খাতুন
আমার ডায়েরির প্রথম পাতাতে আমি
শেষ পাতাতেও আমি,
কত ঝড় ঝঞ্ঝা গেলো অকারণেই
আমিটাকে কেউ আর পাল্টে দিয়ে যুক্ত হলোনা অন্য আমি।
হৃদয়ের বিস্ফোরণ বুকে গভির ঘুমের ভান
অজানা আমি আর চেনা হলোনা আমার,
প্রশান্তির দরিয়ায় ডুবতে চেয়েও
শান্তির বার্তা বাহকের অপেক্ষায় কেটে গেলো রাত।
ভালোবাসার বীজ বুনি কখন এবুকে?
শয়তানের অস্ত্র যেখানে চারিদিকে,
সুখের পরশ এ বুকে পেতে না পেতেই ভরে গেছে
বিচ্ছেদের গানে।
আমি চিরো ঋণী অবেলায়
অপরিতৃপ্ত এক কাঙ্খিত আত্নায়,
এই অবেলায় কি আর চাই?তুমি ছাড়া
হে পরম দয়াময়।
আমার ডায়েরির পাতায় পাতায়
অশ্রু টলমল দুটি শব্দ শুনি,
বাস্তবতার অবাঞ্ছিত শিখড়গুলো
উপড়ে ফেলে কবে অমরত্ব গড়ি?
আমার ডায়েরিতে নেই সেকথা
যার চিরো আবাস হয়নি সেখানে,
কখনো করুনার পাত্রী কখনো মানবিকতা
কখনো বিবেকের উচ্চ আসনে।
আমার ডায়েরিতে সেই কথাটাই আছে
লজ্জা আমার ভুষণ,
অনিচ্ছাটাই আমার আপন
অশ্রু আমার স্বজন।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য