রত্না
আল মাহমুদ মিলন
তুমি কাশ্মীরার স্নিগ্ধ৷ শুভ্র পুষ্পরেণু
ঝলমলে রোদের মত তুমি সোনালী।
তুমি প্রভাতের নির্মল জল
চৈত্রের দগ্ধ হৃদয় মেরুতে
তুমি একফোঁটা তৃষ্ণাত্ব জল।।
কমল ঠোঁটে কৃষ্ণচূড়া ফোঁটে
কাজল কালো চোখে রংধনু উঠে।
খোলা চুলের ঝাপটায় আঁধার নামে
তোমার মেঘরাশিতে পৃথিবী রং সাজে।।
তোমার রুপে মুগ্ধ হয়ে
খরা আকাশে বৃষ্টি নামে,
মৃদু হাসিতে তোমার পূর্ণিমা উঠে
চাঁদ উঠে মুখ গহ্বরে
তোমায় দেখিবার তরে।।
হে প্রাণপ্রিয়া একবার এসো মৃত দেহে
ছড়িয়ে দাও তোমার প্রেমময়
বৃক্ষরাজী গ্রহ তারায়; ছোঁয়ে দাও
তোমার প্রেমের আলতো ছোঁয়া।।