রক্তমাখা প্রতিজ্ঞার পতাকা কলমে আতিয়া মাহজাবিন
রক্তমাখা প্রতিজ্ঞার পতাকা লেখিকা: আতিয়া মাহজাবিন রক্তে লেখা শপথখানি, গোপন ছিল চোখের জল, অভ্যুত্থানের একেক ধাপে কেঁপেছে যে অস্থিমল। গর্জে উঠেছিল কণ্ঠ—নিপীড়নের বন্ধন চিরে, জেগে উঠেছিল বিপ্লব, প্রতিহিংসার আগুন জ্বলে। এই যে উড়ে চলে নিশান—স্বাধীনতার অগ্নিকেতন, তারে বুনেছে সন্তানেরা, আত্মাহুতির দুর্দিনে তন। প্রতিটি সেলাইতে লুকায় একেকটি লাশের গল্প, যে গল্পে নেই শান্তি কিংবা নিছক বিদ্রোহী […]