রহস্যময় স্রষ্টা ও চাঁদ শিরোনামে ২ টি কবিতা
রহস্যময় স্রষ্টা কবির হোসাইন চাঁদের মত দেহখানি কোন খালিকের গড়া সৃষ্টি দেখে স্রষ্টারে চিনি লিখি হাজার ছড়া, দুইশ ছয়টা হাড় দেহতে জোড়া থরে বিথরে তারি ভেতর রূহ দিয়েছে স্রষ্টা কেমন করে। এক নিঃশ্বাস নাই ভরসা তবুও যিনি বাঁচান তার’ই হাতে এই দেহমন তার’ই হাতে প্রাণ, যিনি চালান নিখিল বিশ্ব তিনি চালায় ধরা যার ইশারায় খুঁটিবিহীন […]