সুখের মূল | কবি উম্মি হুরায়েরা বিলু
সুখের মূল – উম্মি হুরায়েরা বিলু বাড়ি গাড়ি টাকা কড়ি নয় তো সুখের মূল, এসব কিছুই সুখ ভেবে করি সবাই ভুল। অট্টালিকার পড়ে থেকে ও সুখী সবাই নয়, ভাঙা ঘরে ফুট চালেও সুখী অনেকে হয়। ভালোবাসা থাকলে পরে সুখের হয় না শেষ, অল্প খেয়ে অল্প পড়েও জীবন চলে বেশ। সুখে যদি থাকতে চাও লাগবে অনেক […]