সিরাজাম মুনির | লেখিকা আতিয়া মাহজাবিন
সিরাজাম মুনির লেখিকাঃ আতিয়া মাহজাবিন অগ্নিগর্ভ মহাশূন্যে যখন তিমিরের দানব শৃঙ্খলিত করে রাখে অনন্ত কালো ঘেরাটোপ, তখন এক নবনূর আসমানের প্রান্তর থেকে ভেসে আসে, ছিন্ন করে অন্ধকারের অবরোধক স্তবক। যেন দিগন্ত বিহীন মরুর অন্তহীন তৃষ্ণার্ত প্রান্তরে হঠাৎ সঞ্জীবনী ঝর্ণাধারা নেমে আসে, আপনার আগমনে প্রতিটি নিঃস্ব হৃদয় রক্তজমাট ক্লেদ থেকে মুক্ত হয়ে নূর আলোয় ভাসে। হে […]