সিরিয়ার বিজয় | কবি- উম্মি হুরায়েরা বিলু
সিরিয়ার বিজয় উম্মি হুরায়েরা বিলু জয়ের আনন্দে সিরিয়া মাতলো আজ, স্বৈরশাসনের পতন হলো মুসলিম করবে রাজ। এমন করে ধরার বুকে উড়বে বিজয় নিশান, হবেই হবে ধরার থেকে জুলুমের অবসান। কাশ্মীর ফিলিস্তিনে এবার আসবে বিজয়, জেগে ওঠো উম্মাহ আর করো না কো ভয়।