বিক্রিত দেশ কলমে আতিয়া মাহজাবিন

বিক্রিত দেশ কলমে আতিয়া মাহজাবিন

বিক্রিত দেশ
আতিয়া মাহজাবিন

স্বাধীনতা সে তো হারিয়ে গেছে পলাশির প্রান্তরে,
তবু লোকে গর্বে বুক ফুলিয়ে বলে,
তারা নাকি স্বাধীন দেশে বাস করে ।
কি করে বোঝাই তাদের, কি করে বোঝাই,
স্বাধীনতা হারিয়ে গেছে কো,
ফেরে নি তো সে আর !
অতঃপর ওরা যতবার বলেছে,
পেয়েছি স্বাধীনতা,
জেনে রেখো,
ওটা স্বাধীনতার মুখোশে লুকোনো পরাধীনতা ।
ইতিহাসে শুধু লেখা সাতচল্লিশের কথা,
লেখা নেই তো এ কথা –
একাত্তরেও আসে নি আসল স্বাধীনতা ।
জানি একথা লোকে বিশ্বাস করবে নাকো,
বলি চারিপাশে একটু তাকিয়েও তো দেখো !
অসময়ে তিস্তার পানির জোয়ারে ভাসমান দেশ,
ভঙ্গুর জনপদের অসহায় আর্তনাদ,
এ তো দাদাদেরই উপহার ।
তাই তো বুঝি এরা কৃতজ্ঞতায়
ইলিশ পাঠায় বারবার ?
যে স্বাধীনতা বলে তোমরা উল্লাসে কেঁপে উঠো,
বলি আবরারের মায়ের আহাযারীটাও একটু দেখো !
চোখের পর্দা খুলে দেখো ,
তোমাদের নীল জল হারিয়ে গেছে রাতের আঁধারেই ,
আর, ঝকঝক করে ট্রেন আসে
ফেলানির লাশের উপর দিয়েই ।
চিৎকার করে বলি কান শোনো,
যদি ঘুম থেকে না ওঠো ,
এ দেশ আর তোমাদের থাকবে নাকো ।
বুঝে নাও হে,
তোমার এ দেশ স্বাধীন নয় ,
এ হলো এক বিক্রিত দেশ !

আরো পড়ুনঃ  আসলো জামাই শ্বশুড় বাড়ি কলমে অভিলাষ মাহমুদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *