বিদায়ী স্মৃতি ↑↓ বাংলা কবিতা
বিদায়ী স্মৃতি মুহাম্মদ আবু সালেহ ভাঙলো মোদের মিলন মেলা আজি বিদায় সুরে, স্মৃতির পাতায় শত কথা আছে হৃদয় জুড়ে। প্রীতির মালায় গাঁথা ছিলাম এত বছর ধরে, দুঃখ কিসের বন্ধু গো, ফের মিলবো যে ওপারে। নীড় হারা পাখি মোরা রুদ্ধ মুখের ভাষা, চিরদিনই থাকে যেন আমাদের ভালোবাসা।









