কবিতা- বিজয় প্রহর | কবি- উম্মি হুরায়েরা বিলু
বিজয় প্রহর উম্মি হুরায়েরা বিলু কোথায় আছো বীর কেশরী হামযা ওমর আলী, নারায়ে তকবির হুংকারেতে পালাবে প্রতিমার অলি। ধরার বুকে ফের আসছে বদর জিহাদি সাজে তৈরী থেকো, দ্বীন কায়েমের তরে বীর কেশরী বুকে সাহস রেখো। ধরার বুকে যত আবু জাহেল তৈরি থেকো আসছে উমর, তৈরি থেকো দেখার লাগি আসবে বিজয় প্রহর