তরুণ কবি ও লেখক মোঃ খাদিমুল ইসলামের সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী

তরুণ কবি ও লেখক মোঃ খাদিমুল ইসলাম সম্পর্কে জানবো। কবির সংক্ষিপ্ত পরিচিত ও জীবনী, শিক্ষা জীবন, সাহিত্য জগতে প্রবেশ সহ প্রকাশিত বইয়ের নাম ও সংখ্যা এবং কবির পাওয়া পুরস্কার ও সম্মাননা সম্পর্কে জানবো।

সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ খাদিমুল ইসলাম ২০০৫ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি টেংগুর গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা মোঃ মঞ্জিল মিয়া জননী মোসাঃ রেহেনা আক্তার। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায় কেন্দুয়া থানা। সায়মা শাজাহান একাডেমি কেন্দুয়া নেত্রকোনা স্কুল থেকে ২০২২ সালে সাইন্সে এসএসসি পরীক্ষায় পাস করে কেন্দুয়া সরকারি কলেজে ভর্তি হয়।

 

মোঃ খাদিমুল ইসলামের ছবি

মোঃ খাদিমুল ইসলামের ছবি

মোঃ খাদিমুল ইসলামের ছবি

 

শিক্ষা জীবন

শিক্ষা জীবন শুরু হয় কেন্দুয়া ফুলকলি বিদ্যা নিকেতন স্কুল থেকে ২০১৬ সালে পঞ্চম শ্রেনি পাস করে কেন্দুয়া সায়মা শাজাহান একাডেমি থেকে এসএসসি ২০২২ সালে পাস করে কেন্দুয়া সরকারি কলেজে ভতি হয়।

সাহিত্যের সূচনা

আমার সাহিত্য জীবনের সূচনা ছোট তাকতে সাহিত্য ভালো লাগতো না আমার কাছে, এমন কি আমি সাহিত্যর বেশি কথাও বুঝতে পারতাম না।তবে কোনো একদিন বৃষ্টি দিনে আমার মাথা একটা কবিতা এলো সময়টা ছিল তখন ২০২২ সালে ১৪ অক্টোবর তখন বৃষ্টি দিন কবিতাটা লিখে ফেসবুকে ছাড়ি তখন দেখে অনেকেই অনেক উৎসাহ দিল, তখন থেকেই পড়ে গেলাম সাহিত্যর প্রেমে এই ভাবে এক এক করে অনেক গুলো কবিতা লিখতে থাকি, আসলে সাহিত্যর মূল বিষয় হয়লো কল্পনা আর ছন্দের তাল, আমি যখন কবিতা লেখি যেনো কল্পনা জগৎতে হাড়িয়ে যাই।সাহিত্যর কে ভালোবাসি, আর সাহিত্যর প্রেমেই এখন ডুবে থাকি সারাক্ষণ।

প্রকাশিত বই

২০২৩ সালে ইচ্ছাশক্তি’র সাহিত্যের পরিবার থেকে যৌথ কাব্যগ্রন্থ আমার প্রকাশিত হয়।বইয়ের ১০৮ পৃষ্ঠাই আমার লিখা ছাত্র জীবন কবিতা প্রকাশ হয়েছে। বইয়ের নাম “সাহিত্যের দিশারী অদম্য”

 

পুরস্কার ও সম্মাননা

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার best poet, writer & peace worker আন্তর্জাতিক সম্মাননা ২০২৩। জাতীয় কবি সাহিত্য পরিবার থেকে সেরা কবি সম্মাননা পত্র। মাসিক বিদ্রোহী কবি সাহিত্য একাডেমি থেকে সেরা কবি সম্মাননা,সাহিত্যের মুক্তাঙ্গন থেকে গোল্ডন সম্মাননা। মোট ৪১ টি সাহিত্যের একাডেমি থেকে সেরা কবি ও সেরা সম্মাননা পেয়েছি।

আরো পড়ুনঃ  ঝিঁঝিঁ পোকা কলমে কে,এম,বেলাল উদ্দিন
নিয়মিত পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *