
ভয় করি না রাসুলের দোষমন
নাজমিন জান্নাত মারজান
মুসলিম ঘরের সন্তান আমি,
ইসলাম আমার ধর্ম।
বুকে আছে হিম্মত আমার
ভয় করি না মুশরিক মুরতাদ।
আমার ধর্মের পিচনে লাগবে যে
যুদ্ধ করবো আমি তাদের সাথে,
প্রয়োজনে রক্ত দিবো,
বাতিল দের কে করবো পরাজয়।
পৃথিবীর বুকে কারো নেই শক্তি,
রেহাই পাবে আমার ধর্মকে কঠুক্তি করে।
আমরা হলাম রাসূলের সৈনিক
ভয় করি না বাতিল দের।
যত দিন বেঁচে আছে এই প্রাণ,
দ্বীনের তরে করে যাবো লড়াই।
ইসলামের জয় হবেই হবে একদিন
মুশরিক মুরতাদ রা হবে বিলীন।
আমাদের বুকে আছে হিম্মত,
ভয় করি না রাসুলের দুষমন।