আমি একদিন হারিয়ে যাব, কলমে আয়েশা সিদ্দিকা

আমি একদিন হারিয়ে যাব
আয়েশা সিদ্দিকা

আমি একদিন হারিয়ে যাব,
অজানা পথে,
অজানা গন্তব্যে,
যেখানে থাকবেনা কোন শাসন,
থাকবেনা কোনো বারণ।
শুধু থাকব আমি,
উড়বো নীল আকাশে।
আর তুমি অনুভব করবে,
আমার শুন্যতা,
তুমি চাইলেও আমি আর ফিরবো না,
করবো না কখনো তোমায় বিরক্ত।
তখন তুমি অল্প অল্প করে বুঝবে,
আমার ভালো লাগা গুলো,
আমার কষ্ট গুলো,
সেই দিন তুমি চাইলেও ফিরবো না আমি আর।
কাঁদবে তুমি সবার চোখের আড়ালে,
আর ভাবতে থাকবে,
আমার সাথে কাটানো সময় গুলো,
আর বুকে আঁকড়ে রাখবে,
আমার সৃতি গুলো,
তবে সেই দিন তুমি আমাকে আর পাবে না,
আমি ফিরবো না আর,
ফিরবো না কখনো।

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  Build your own Skype chat bot using these simple steps Iulias Notes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *