নিষ্ঠুর জালেম কলমে মমতা আক্তার মম

নিষ্ঠুর জালেম
মমতা আক্তার মম

তুমি নিষ্ঠুর তুমি অত্যাচারী
শক্তের ভক্ত তুমি নরমের জোম
অসহায়,অভুক্তের অশ্রুতে
কখনো
গলেনি তোমার মন মম।

তুমি পাষাণ তুমি আসাড়
হ্মীণবলদের তুমি করো উপদ্রব
অপারণ রা পারেনাকো তোমার সনে
তারা তো নয় তোমার অবয়ব,,,,

তুমি নয় কো চিরায়ু
তবুও অহংকারী
লালসার বসে বরংবার কর
দখল অন্যের বাড়ী।

অনুশ,দুল্যোকের সনে
তোমার আছে যে আড়ী
করো নাকো আর অত্যাধিক বাড়াবাড়ি।

 

 

নিষ্ঠুর জালেম

কবি পরিচিতিঃ মমতা আক্তার মম। ২০০১ সালের ৮ জুলাই তিনি যশোর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা: মো: মহিবুল আক্তার ( সরকারি চাকুরী জীবী) ও মাতা : মর্জিনা আক্তার ( গৃহীনি)
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং যশোর সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীণ্ হয়। তিনি এখন যশোর সরকারি এম এম কলেজে তৃতীয় বষে্র শিহ্মাথী্। তার লেখালেখি মাধ্যমিক এর গনডি পেরোনোর আগে থেকেই শুরু। লিখতে ভালোবাসেন।

আরো পড়ুনঃ  আমার বড় ভাই কলমে মারুফা ইসলাম সূর্মী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *