মিথ্যাবাদী কলমে আয়েশা সিদ্দিকা

মিথ্যাবাদী
আয়েশা সিদ্দিকা

 

মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
একটু একটু অন্য রকম।
বুঝতে পারি প্রতিদিন,
বলি না কিন্তু সবসময়।

মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
ভাবতে তাকে সারাক্ষণ।
জানে না তার মিথ্যা গুলো বুঝতে পারে,
তার কথায় সব আপনজন।

মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
বোকা বানাতে চেষ্টা করে সারাক্ষণ।
বুঝে না সব বুঝতে পারি,
শুনতে লাগে বিরক্ত কর।

মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
ঝগড়া করতে চাই সারাক্ষণ।
ঝগড়ার মধ্যে কিন্তু ধরতে পারি,
কোনটি আসল আবার কোনটা নকল।

 

আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য

আরো পড়ুনঃ  আমায় ছেড়ে যেওনা হেমান্তি (গদ্য-কবিতা) কলমে রত্না হোড়

1 thought on “মিথ্যাবাদী কলমে আয়েশা সিদ্দিকা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *