মুক্ত তুমি কলমে মিতা চক্রবর্তী
মুক্ত তুমি মিতা চক্রবর্তী যাও ক্ষমা করে দিলাম তোমায়, ভুলিয়ে দিলাম মনের যত ক্ষত। উড়িয়ে দিলাম স্মৃতি আর, অভিমান শত শত। ছেড়ে দিলাম তোমায়, মুক্ত তোমার জীবন। নেই কোন বোঝা, আর নেব না তোমার স্মরণ। তুমিই বলো না, কম কি বেসেছিলে ভালো, করেছিলে কম যতন। হতে পারে তা ছলনা, আমি তো বেসেছিলাম ভালো পাগলের মতন। […]