এ কেমন মা
এ কেমন মা কলমে নিপানুর বিনতে নুরনবী ঠিকানাঃ ইসলামপুর, জামালপুর। আজ এই স্পেশাল দিনেও তুই অন্ধকার ঘরে বসে আছিস? ঘরে লাইট দিতে দিতে আইয়ুব তার ছেলে রায়হান কে বলল। বিদ্যুতের আলো রায়হানের উপর পরতেই আইয়ুব চমকে যায়। রায়হানের দু চোখ ফুলে গেছে আর পানি ছলছল করছে। আইয়ুব ছেলের এই অবস্থার কারণ জানতে চাইলেন। কিন্তু রায়হান […]