ভবঘুরে কলমে আমির হাসান সাফাত
ভবঘুরে আমির হাসান সাফাত শিক্ষার্থীঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।(এমবিবিএস,২০১৬-১৭ সেশন) বহুকাল আগে বহুপথ দুরে বসিয়াছিলাম একক্লান্ত নীড়ে। অবুঝের বেশে ভবঘুরে ছিলাম জীবনের কোলাহলে। পথ খুজে চিনে তোমার হারাইয়া আসিয়াছি সুখপাখিটার ভীড়ে! তুমি নামক একঅস্তিত্বের প্রানে মিশাইয়া ফেলি আমার ভবঘুরে জীবনের শান্ত অবসাদ! বহুকাল আগে বহুপথ ঘুড়ে তোমাতে বাধিয়া আমার প্রান।