অপূর্ণতা কলমে তাহমিনা আক্তার
অপূর্ণতা কলমে তাহমিনা আক্তার শব্দবিহীন একটি গোলাপ গাছ থেকে ঝড়ে পড়লে তুমি টের পাও… অথচ আস্ত একটা মানুষ তোমার সামনে শেষ হয়ে যাচ্ছে তবুও টের পেলেনা…? মিষ্টি কথা বলে আমাকে একদন্ড সুখ দিয়েছিলো যে জন… আজ আধারে মিশে গেছে সে জন…! অপূর্ণতা গ্রাস করছে এই আমায়…. তবুও অপেক্ষা করছি তোমার. তুমি পরিপূর্ণ অন্য নারীর গন্ধে.. […]