November 13, 2023

অপূর্ণতা কলমে তাহমিনা আক্তার

অপূর্ণতা কলমে তাহমিনা আক্তার শব্দবিহীন একটি গোলাপ গাছ থেকে ঝড়ে পড়লে তুমি টের পাও… অথচ আস্ত একটা মানুষ তোমার সামনে শেষ হয়ে যাচ্ছে তবুও টের পেলেনা…? মিষ্টি কথা বলে আমাকে একদন্ড সুখ দিয়েছিলো যে জন… আজ আধারে মিশে গেছে সে জন…! অপূর্ণতা গ্রাস করছে এই আমায়…. তবুও অপেক্ষা করছি তোমার. তুমি পরিপূর্ণ অন্য নারীর গন্ধে.. […]

অপূর্ণতা কলমে তাহমিনা আক্তার Read More »

ভালোবাসা কলমে তাহমিনা আক্তার

ভালোবাসা কলমে তাহমিনা আক্তার যখন আমার আকাশে খুব করে কালো মেঘ জমে তখন আমি ভাবি এই বুঝি তুমি এসে একটা গোলাপ কানের কাছে গুঁজে দিয়ে বলবে ভালোবাসি। যখন মধ্যে রাতে তোমার কথা মনে পড়ে আঁতকে উঠি তখন ভাবি এই বুঝি তুমি কল দিয়ে বলবে ভালোবাসি। যখন প্রচন্ড মন খারাপ হয় তখন ভাবি এই বুঝি তুমি

ভালোবাসা কলমে তাহমিনা আক্তার Read More »

মনঃকষ্ট কলমে মোমতাহিনা চৌধুরী

মনঃকষ্ট মোমতাহিনা চৌধুরী কারো বলাতে কষ্ট পেলে ভেঙো নাকো মন বিনিময়ে দিও তুমি দোয়া প্রতিক্ষণ। উপকারী মন খুলে কাছে টেনে বুকে ভালোবাসা দাও ছড়িয়ে তুমি দিগ-বিদিকে। এশা শেষে তুমি যেন সাহাবার মতো যাবে ভুলে সাথে সাথে মনে ব্যাথা যতো বিনিময়ে হবে তুমি প্রভুর কাছে দামী বেড়ে যাবে তোমার নামে শত নেকি জমি।

মনঃকষ্ট কলমে মোমতাহিনা চৌধুরী Read More »