বৃষ্টিভেজা আলাপন | বৃষ্টি পড়ে ঝুমুরঝামুর
বৃষ্টিভেজা আলাপন নাহিদা সুলতানা মেঘলা আকাশ, ঝড়ো হাওয়া, সাদার কোলাহল, বৃষ্টিভেজা আলাপনের মন মাতানো প্রহর। রিমঝিম বৃষ্টির অঝোর ধারায় নীরবতার রম্যতা, হৃদয় আঙিনার শূন্যতাকেও করছে ভীষণ আনকোরা। শ্রাবণ সন্ধার সমীরণে পেখম মেলে আজ, ক্লান্ত হৃদয় পেতে চাইছে এক হ্রাস উচ্ছাস। সূর্যাস্তের আকাশে রঙের যোগান্তে শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টির আলাপন, নির্মল প্রভঞ্জনে বৃষ্টির সেতারে সৃষ্ট হচ্ছে নতুন […]