প্রত্যাশা কলমে জান্নাত স্মৃতি
গভীর রাত কিংবা গোধূলি বেলা,পরন্ত বিকেল কিংবা শিশির ভেজা সকালবেলা প্রতিটি মুহুর্ত তোমাকে ভালোবাসি। তোমায় ভেবে অন্তিম যায় আমার ভাবনাময় দুপুরবেলার উত্তপ্ত সূর্য আবার তুমাকে ভেবেই কাটিয়ে দিই জোছনা মাখা রাত্রি।তোমাকে ঘিরে আমার অনুভূতি নিয়ে যদি লিখা শুরু করি হয়তো শেষ হয়ে যাবে পাতা আর কলমের কালি তবুও তোমাকে বলার মত একটু কিছু ও লিখতে […]