বাবা হারানোর কষ্ট | আব্বু তুমি ফিরে এসো
আব্বু তুমি ফিরে এসো জাকির আলম পৌষের রাত। চারদিকে থমথমে নীরব পরিবেশ। মাঝেমাঝে দূরের ক্ষেত থেকে ভেসে আসছে শিয়ালের হাঁক। গাছের পাতা বেয়ে ঝরে পড়ছে টুপটাপ শিশির কণা। ঘন কুয়াশায় নিমজ্জিত চারপাশ। কোথাও কোনো মানুষের আওয়াজ নেই। পৃথিবীর সব মানুষ গভীর ঘুমে ডুবে আছে।পশুপাখিও ঘুমিয়ে আছে নিজস্ব বলয়ে। নিভু নিভু তারাগুলো ক্ষণে ক্ষণে মেঘের আস্তরণে […]