“অ” যুক্ত সুখ
শাহানা চৈতি
যেরকম সুখী হতে লোকেরা নিজের অন্নটিও প্রভুর কাছে বন্ধক দিতে হয়, ঠিক আমি সেরকমই সুখী।পরম আত্মীয়দের মাঝেও খানিকটা প্রভাব পৌঁছেছে। ফলাফলস্বরূপ ডলায় ছায়া হয়ে বসে আছে, খানিকটা সুখ ভাগ না দিলেই বিলীন হয়ে যাবে।
এই সুখ নিয়েও আধ্যাত্মিক ব্যামোটা খুব পীড়া দিচ্ছে। এই ব্যামোর কথা কার কাছেই বলা যায়?
আসলে সুখ আর সাচ্ছন্দ্য এক জিনিস না।আমার সাথে লেগে থাকে সবকিছু আমাকে স্বাচ্ছন্দ্য দেয়, কিন্তু সুখ কী দেয়?
অবশ্যই না! সুখ দিলে আধ্যাত্মিক ব্যামো উড়ে আসতো না।
তাহলে সুখ কিসে মেলা?
সুখ মেলে উপভোগে।
উপভোগ!!!
হুম, তবে জিজ্ঞাসাবাদ উপভোগ। কি করছি? কেন করছি? তবেই “অ” যুক্ত সুখ আর পীড়াদায়ক হবে না।