বিবেকের দংশন
বিবেকের দংশন ইমদাদ উল্লাহ ফিরদাউস তোমায় বলছি হে! আর কত রক্ত ঝরলে ফের ভাঙবে তোমার ঘুম? আর কত অশ্রু গড়ালে তবে ফিরবে তোমার হুঁশ? লাশের স্তুপ কতটা উঁচু হলে কাটবে তোমার ঘোর ? রক্ত-নদী কতটা দীর্ঘ হলে খুলবে তোমার চোখ? আর কতবার ধর্ষিতা হলে তোমার বোন তবে, উঠবে তুমি জ্বলে, ফেটে পড়বে ক্রোধে? তোমার মাকে […]