তৃতীয় সত্ত্বা কলমে নজরুল জামিল
তৃতীয় সত্ত্বা নজরুল জামিল তোমার শাড়ির ভাঁজে আমার এক গুচছ গোলাপ লুকিয়ে রেখেছি , তোমাকে না দেখলেও সুগন্ধ আমার পিছু ছাড়ে না। শাড়িতে তুমি কেমন, আজকে তোমার ছিপছিপে গড়ন কতটা ফুটে উঠেছে, আঁচলের ভাজ ঠিকমত পড়েছে কিনা আমি না তাকালেও তোমার কাছে থাকা গোলাপ আমাকে ঠিকই বলে দেয়। তোমার অবস্থান, তোমার আলসেমি ক্লান্তিতে কনুই ভর […]