ফাহিম আহমদ ছামি’র সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী

সাহিত্যের জগতে পদ্মফুল নামের সেই ব্যক্তিটি আর কেউ নয় তিনি হচ্ছে ফাহিম আহমদ ছামি। আমরা আজকে তাঁর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো…

সং‌ক্ষিপ্ত প‌রি‌চি‌তি

পদ্মফুল না‌মে প‌রি‌চিত ফাহিম আহমদ ছামি ২০০৫ সালে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন সদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শ্র‌দ্ধেয় পিতার নাম মোঃ কয়েছ ও মমতাময়ী মায়ের নাম নুরুন নাহার। বাংলা সাহিত্য ও সংস্কৃ‌তির প্র‌তি র‌য়ে‌ছে তার বি‌শেষ অনুরাগ। পড়াশোনার পাশাপাশি নিয়‌মিত গল্প, ক‌বিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যা‌দি পড়তে তি‌নি খুব পছন্দ ক‌রেন। সেখান থে‌কে ছড়া-কবিতা লিখা তার এক‌টি প্রিয় কাজ। ইতোম‌ধ্যে তার লেখা অ‌নেক ছড়া-ক‌বিতাই বি‌ভিন্ন পত্র-প‌ত্রিকা, ম্যগা‌জিন ও যৌথ গ্রন্থগু‌লো‌তে প্রকা‌শিত হ‌য়ে‌ছে। ছড়া-ক‌বিতার পাশাপা‌শি লেখা‌লে‌খিতে তি‌নি নি‌জের আরো বে‌শি বিস্তার ঘটা‌তে ইচ্ছা পোষণ ক‌রেন। তরুণ এই ক‌বি তার মেধা ও প্র‌তিভার সাহা‌য্যে নি‌জে‌কে সবার মা‌ঝে তু‌লে ধর‌তে চান। সবার কা‌ছে বরণীয় ও ভা‌লোবাসার পাত্র হ‌য়ে চিরকাল বে‌ঁ‌চে থাকা তার আকাঙ্খ‌া।

লেখকের ছবি

ফাহিম আহমদ ছামি

ফাহিম আহমদ ছামি

ফাহিম আহমদ ছামি

 

শিক্ষা জীবন

পদ্মফুল ‘লিটল স্টার কিন্ডার গা‌র্টেন’ নামক এক‌টি প্রাইভেট স্কুল থে‌কে প্রাথ‌মিক শিক্ষা জীবন শুরু ক‌রেন। তারপর বিয়ানীবাজার জা‌মেয়া ইসলা‌মিয়া উচ্চ বিদ্যাল‌য়ে ষষ্ঠ শ্রেণী অধ্যয়ন ক‌রে দাসউরা উচ্চ বিদ্যাল‌য়‌ে ভ‌র্তি হোন। সেখান থে‌কে কৃ‌তি‌ত্বের সা‌থে এ+ পে‌য়ে এসএস‌সি সম্পন্ন ক‌রেন। বর্তমা‌নে বিয়ানীবাজার সরকা‌রি ক‌লে‌জে মান‌বিক বিভা‌গে পড়া‌শোনা চা‌লি‌য়ে যা‌চ্ছেন।

 

সা‌হিত্য জীবন

ছোট‌বেলা থে‌কে শখ ক‌রে গল্প-ক‌বিতা লিখা হয়। ত‌বে কখ‌নো কোথাও প্রকাশ করা হয়‌নি। এখন নিয়‌মিত লেখা‌লে‌খির পাশাপা‌শি বি‌ভিন্ন প‌ত্রিকা, ম্যাগা‌জিন, সাময়ী‌কি ইত্যা‌দি‌তে প্রকাশ হ‌চ্ছে।

 

পুরষ্কার

আমি বি‌রোধী কবিতার জন্য রূপকথা সাহিত্য সংসদ কতৃক তাকে কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার -২০২৩ প্রদান করা হয়।

আমি বি‌রোধী
ফা‌হিম আহমদ ছা‌মি (পদ্মফ‌ুল)

ধু‌তি প‌রে‌ছি হিন্দু হ‌তে; মাথায় তু‌লে‌ টু‌পি
ল্জ্জা য‌দি হা‌রি‌য়ে যায়, টে‌নে ধ‌রো মোর ধু‌তি;
‌ছি‌ড়ে ফে‌লো সাদা টু‌পি, ভন্ড য‌দি ম‌নে হয়।

আরো পড়ুনঃ  দগ্ধ দেহ কলমে রকি পাঠান

আতর মে‌খে‌ছি আতর, সৌদী আর‌ব থে‌কে‌ আনা—
এখন খা‌নিক বা‌ড়ি‌য়ে দিও ‌জিলা‌পি আর ছানা,
জাহান্না‌মের ভয় ক‌রো না স্বার্থ হা‌সি‌লের বেলায়
জান্না‌তের’ও খুব লোভী তুম‌ি, সেজদা ক‌রো ক্বাবায়!
মা‌য়ের পে‌টের দানা কে‌ড়ে‌ছো সুন্নতের না‌ম ক‌রে
বি‌বির গোলাম, দ্বী‌নের সেবক হ‌য়ে‌ছো দম্ভ ভ‌রে—
মূর্খ মানু‌ষ দূ‌রে স‌রে যায়, ভয় পায় ক‌ঠোরতা
মাসলা শু‌নি‌য়ে হ‌া‌তি‌য়ে নি‌চ্ছো তার মাথার ছাতা!
সাম্য মো‌টেও সহ্য হয় না, হিংসার ছড়াছ‌ড়ি?
আমি বি‌রোধী তোমার, হটাও আমায় তাড়াতা‌ড়ি।

এই আত্মাটা‌রে
ফা‌হিম আহমদ ছা‌মি (পদ্মফুল)

মৃত্যুর প‌রে আমার এই আত্মাটা‌রে
বৃ‌ষ্টি‌তে ভা‌লো ক‌রে ধু‌য়ে নি‌বে,
সবুজ নরম একটা তোয়া‌লে এনে
সেই তোয়া‌লে‌-তে মু‌ছে; মু‌ড়ি‌য়ে রাখ‌বে—
জখম হওয়া এই আত্মা, যত্ন কর‌বে;
একটু সাবধা‌নে নাড়াচাড়া কর‌বে,
পু‌রো আত্মা জু‌ড়ে অসহ্য ব্যাথা!
আত্মার ভেতর কা‌ঁ‌চের পু‌রো‌নো স্বপ্ন,
এক শি‌শি আবেগ প্রেম-মি‌শি‌য়ে রাখা;
একটু সাবধা‌নে উচু জায়গায় রাখ‌বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *