আপন বলতে তাকেই মানি
কলমে জাকিয়া
সে আমার অধিক আপন,
তাকে নিয়েই আমার জীবনযাপন।
সে বোঝে আমার সকল অনুভব,
তাইতো আমি তাকেই বলি সব।
তাকে চাই সারাক্ষণ পাশে,
সেও আমায় অনেক ভালোবাসে।
কে সে? প্রশ্ন জাগবে নিশ্চয়ই,
এমন কথা কার বেলায় প্রযোজ্য?
ঘেটে দেখুন বই।
একটা স্বভাব আছে আমার বড়ই বিচিত্র,
সারাবেলার কথা কাউকেই বলিনা,
যতই হোক রাত্র।
যাকে এতো ভালোবাসি, তাকে কখনো বলিনি মুখ ফুটে,
আপনি যতই বলুন আমায় লাগছে বিদঘুটে।
হ্যাঁ, এটাই আমি।।
সেও আমায় বলে তার মনের সব কথা,
এভাবেই দুজনে ভুলে যাই,যত আছে ব্যথা।
তাকে কাছে পেলে আমার
লাগেনা আর কিছু,
সারাক্ষণ তাই ছুটি তারই পিছুপিছু।
জানতে নিশ্চয়ই অভিপ্রায় হবে,
কে সেই অবলা?
তিনিই হলেন আমার জনম দু:খী মা।
মায়ের মত কেউ হয়না এতটা আপন,
তাইতো মাকে নিয়ে আমি করেছি যে পণ।
“সারাজীবন যেন তাকে বাসতে পারি ভালো”
সেইতো আমার আঁধার ঘোরের
অত্যুজ্জ্বল আলো।
কবি পরিচিতিঃ কবি জাকিয়া, টাংগাইল জেলাধীন ঘাটাইল উপজেলার ছনখোলা ইউননিয়নের হাজীপুর গ্রামে তার নানার বাড়ীতে ২০০৮ সালে জন্ম গ্রহন করেন।তার পিতৃস্থান দিনাজপুরে পিতার নাম:মো: জনাব আলী। মাতার নাম:রত্না খাতুন। নবম শ্রেনীর ছাত্রী থাকা কালীন কবিতা লিখার মাধ্যমে তার লেখালেখি শুরু হয়। তিনি এপর্যন্ত কবিতা লিখে বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।এছাড়া বাফওয়া কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় স্থান অধিকার করেন।বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন।২০২৪ সালের বইমেলার দুইটি যৌথ বই “আলোকিত ইসলাম”এবং ” হাজার কবির হাজার কবিতা “এর একজন কবি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।
Chomotkar