এ কেমন স্বাধীনতা?কলমে মোঃতৈয়্যবুর রহমান ফরাজী 

এ কেমন স্বাধীনতা?মোঃতৈয়্যবুর রহমান ফরাজী 

শুনেছি স্বাধীনতা
একটি বীজপ্রবাহ।
তবে কেন হয়নি সমাজের
সর্বস্তরে তার অঙ্কুরোদগম?
এখনো দেশের অন্নদাতা ,
অগণিত কৃষক ভাগ্যহত,
অধিকার বঞ্চিত ও দরিদ্র।
তবে এ কেমন স্বাধীনতা?
আজও মানুষ নিরন্ন,নিরক্ষর,
ভাতৃঘাতি সংগ্রাম, সাম্প্রদায়িক কলহ,
মাথাচাড়া দিচ্ছে নিরন্তর।
স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে
অগণিত যুব জনতা।
যে শিশুর খেলার বয়স
তাকেই শ্রম দিতে হয়
কোন চায়ের দোকান।
নয়তো মায়ের সাথে
মনিবের বাড়ি বাসন মাজায়।
হয়তো‌ বা রাজমিস্ত্রির
যোগান দেয়ায়।
এখনো শিশু শ্রম!
একবিংশ শতাব্দীর
এটাই কি ভবিতব্য?
এই স্বাধীনতা চেয়েছি আমরা?
এখনো দেশে লাঞ্ছিত,
জগদ্ধাত্রী রুপি নারী।
আব্রু রক্ষা করতে,
বলি দিতে হয় অস্তিত্বকে।
আঁতকে উঠি আর ভাবি-
স্বাধীন দেশের নিয়ে ভবিষ্যতকে।
আজও দেশে পণপ্রথা –
রয়েছে মারণব্যাধি রূপে।
দেশের প্রস্ফুটিত গোলাপগুলি
ঝরে যায় কেমন অকালে।
বলতে পারো এ কোন স্বাধীনতা?
যা রক্ষা করতে আত্মত্যাগী
স্বাধীনতা সংগ্রামীরা,
স্বপ্ন দেখেছিল।
আজ কেন সে আজন্ম লালিত
স্বপ্ন হচ্ছে ধুলায় লুণ্ঠিত?
তবুও আশায় বুক বাঁধি
নতুন স্বাধীনতায় উঠবো জেগে।

আরো পড়ুনঃ  নববর্ষের ঝুড়ি | নববর্ষের কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *