কবি পরিচিতিঃ কবি লামিয়া আফরিন বৃষ্টি, ২০০৪ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বাবুল হুসাইন এবং মায়ের নাম মদিনা খানম। তিনি নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। চিত্রার আঙিনার কবিতার জন্য “রূপকথা সাহিত্য সংসদ” কতৃক তাকে কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার -২০২৩ প্রদান করা হয়।
নামাজেই প্রশান্তি
কলমে লামিয়া আফরিন
মহান রবের বান্দারা কখনো ভয় করে না
শীতের ঠান্ডা ওযুর পানি,
ফজরের নামাজে জানে তারা
প্রশান্তি আছে ঠিক কতখানি।
রোজ দুপুরে কাজের শেষে
ক্লান্তি যদিও আসে,
তবুও তারা ছুটে গিয়ে
জায়নামাজেতে বসে।
হেলায় ফেলায় যায় কেটে যায়
যদিও বিকাল বেলা,
আসরের সময় হয়ে এলে কভু
নামাজে করে না অবহেলা।
সন্ধ্যা যখন নেমে আসে
ধরার বুক বেয়ে,
মাগরিব পড়তে ছোটে তারা
মসজিদের দিকে ধেয়ে।
দিন শেষে যখন ধরায়
রাত্রি নেমে আসে,
সব ছেড়ে যায় যে তারা
ফিরে রবের কাছে।
অশ্রু ছেড়ে রবের কাছে
করে একটি দুআ,
ক্ষমা করো ওগো প্রভু
দিয়ে তোমার দয়া।
চিত্রার আঙিনা
কলমে লামিয়া আফরিন
কতশত দিন ধরে
চিত্রা নদীর তীরে
একাকী ছিলাম বসে
চিত্রার মায়ার বশে।
চিত্রা আমার মন খারাপে
মন ভালো করে দেয়,
বছরের ষড়ঋতু’তেই সে
নিজের রং বদলায়।
গ্রীষ্মকালে রোদ পড়তেই
চিত্রার পানিতে আলো ঝলকায়,
বর্ষাকালে বৃষ্টি এলে
পানি কানায় কানায় ভরে যায়।
শরৎকালে চিত্রার দু’তীরে
কাশফুলেরা দোলে,
নীল আকাশে সাদা মেঘেরা
খুশিতে ডানা মেলে।
হেমন্তকালে আমন ধানে
ডিঙি নৌকা ভরে,
কৃষকেরা হাসি নিয়ে
গৃহে আসে ফিরে।
শীতের দিনে রোদ পোহাতে
বেশ ভালো চিত্রার পাড়,
মাঝে মাঝে বাতাস বহে
শীতে কাঁপে দেহের হাড়।
বসন্তকালে কৃষ্ণচূড়া
চিত্রার আঙিনায়,
লাল রঙে রঙিন করে
চিত্রাকে রাঙায়।