আজকে আমরা কবি শামীমা বেগমের সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী সম্পর্কে জানবো। একাধারে তরুণ কবি, লেখক, মুক্ত চিন্তাবিদ ও পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা শিক্ষকতার সাথে জড়িত। কবির সাহিত্য জগতে প্রবেশ ও প্রকাশিত বইয়ের তালিকা এবং পুরস্কার ও সম্মাননা সম্পর্কে জানবো।
সংক্ষিপ্ত পরিচিতি
কবি শামীমা বেগম বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় এক পরিচিত মুখ। তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার মানিক কোনা গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ২ রা ফেব্রুয়ারি, ২০০০ সালে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম সালেহা বেগম এবং পিতার নাম আতাউর রহমান।
শামীমা বেগমের ছবি
সাহিত্য জগতে প্রবেশ
অনলাইন সহ বিভিন্ন কাব্যগ্রন্থ ও ম্যাগাজিনে তার লেখালেখির ছড়াছড়ি। তার সাহিত্য রচনা ব্যতীক্রমধর্মী তাই অন্য কবিদের চেয়ে আলাদা এক স্থান দখল করে আছেন। পড়াশোনার পাশাপাশি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা শিক্ষকতায় নিয়োজিত। তার কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ, সমাজের বাস্তব চিত্র ও কুসংস্কার, স্বাধীনতার চেতনা, ভালোবাসার কথা ফুটে উঠে। তিনি একজন অস্প্রদায়িক ও প্রতিবাদী লেখক হিসেবেও পরিচিত।
শিক্ষা জীবন
মাস্টার্স স্নাতকোত্তর অধ্যয়নরত (এমসি কলেজ, সিলেট)। তিনি ইন্টারমিডিয়েট ( মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ )। উচ্চ মাধ্যমিক (মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ)পাড়াকালেই সাহিত্যের প্রতি বেশ মনযোগী হন। বিশেষ করে তার স্কুলের পাঠাগারটি ছিল তার সাহিত্য চর্চা অন্যতম একটি জায়গা।
প্রকাশিত বই
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য কিছু যৌথ কাব্যগ্রন্থ :- ১/কবির কবিত্য. ২/ হাজার কবির হাজার কাব্য. ৩/সুনন্দ প্রহেলিকা. ৪/ শতকাব্য-১. ৫/ কবিতার মেলা আমরাই সেরা.৬/ হাজার কবির হাজার কবিতা ৭/তুমি রবে নীরবে ৮/প্রথম দেখায় ভালোবাসা. ৯/ বিশ্ব বাংলায় শ্রেষ্ঠ কাব্য । একক কাব্যগ্রন্থ ‘ তবুও বেঁচে আছি ‘ অপেক্ষমাণ উপন্যাস “খেলাঘর” প্রভৃতি।
পুরস্কার ও সম্মাননা
তিনি লেখালেখি করে “মৃত্যুপুরী ফিলিস্তিন” কবিতার জন্য ২০২৩ সালে কবি সুকুমার রায় সাহিত্য পুরস্কার এবং ইচ্ছা শক্তি সাহিত্য পরিবারের পক্ষ থেকে BEST POET, WRITER & PEACE WORKER INTERNATIONAL AWARD – 2023 সহ বেশ কিছু সম্মাননা ও খ্যাতি অর্জন করেছেন। এক একটি কবিতা তার কাছে নিজের সন্তানের মতো প্রিয়। লেখালেখির মাঝেই তিনি বেঁচে থাকতে চান অন্ততকাল। তার প্রবল আগ্রহ ও ইচ্ছা বাকী জীবন সাহিত্য সাধনার সাথেই সম্পৃক্ত থাকতে চান।
নিয়মিত পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে |