স্বপ্নের পথচলা কলমে জেরিন জাহান দিশা
স্বপ্নের পথচলা জেরিন জাহান দিশা খলিশাকুন্ডি গ্রামে বাস করতো রমিজ আলী।রমিজ আলী পেশায় একজন ভ্যানচালক। তাঁর একমাত্র ছেলে নীলয় ক্লাস নাইনে পড়ে। নীলয়ের স্বপ্ন বড় হয়ে সে একজন ডাক্তার হবে । কিন্তু তাদের পরিবার খুবই অস্বচ্ছল। ঠিকমতো খাবার জোটেনা। রমিজ আলী নীলয়ের মাথায় হাত রেখে বলে। আমি যেভাবে পারি তোকে আমি ডাক্তার বানাবো। তুই শুধু […]