ঝড়-বাদলের দিনে কলমে ইমদাদ উল্লাহ ফিরদাউস
ঝড়-বাদলের দিনে ~ ইমদাদ উল্লাহ ফিরদাউস চারিদিকে ঘুটঘুটে আঁধার। নিকষকালো। কোথাও নেই একটুও আলো। আকাশজুড়ে বিরাজমান মেঘেদের একচ্ছত্র রাজ। ক্ষুধার্ত সিংহের মতো দেয়ার মৃদু গর্জন মনে ভীতির সঞ্চার করছে। চলছে তুমুল-ভারী বর্ষণ। ঝুম বৃষ্টির ঝুমুর-ঝুম সুরে মনে হচ্ছে, যেন ষোড়শী কোনো তনয়া নুপুর পায়ে নৃত্য করছে মনের সুখে, লাফিয়ে চলেছে পরমানন্দে। আসমানও ঠিক তেমনি মেতে […]