ছয় ঋতু ছয় রঙ
বখতিয়ার উদ্দিন
এই মাঠ বার বার ডাকে যে আমায়
খেতে যে বসি আবার যখন ঘুমায়।
অক্ত নেই স্থির নেই ত্বরা চলে এসো
সবুজ ফসল শেষে রিক্ত করে বসো।
ছয় ঋতু ছয় রঙ এই মাঠ সাজে
তাহা দেখে বারে বারে মনখানি বাজে।
খেতে গেলে শুতে গেলে শুধু চোখে ভাসে
মাঠে গেলে মনখানি শান্ত হয়ে আসে।
সবুজ শেষে সোনালী রঙ ধরে মাঠে
সোনা ধানে ভরে যায় নৌকা বাঁধা ঘাটে।
দূরে দূরে পক্ষী রাজী উড়ে উড়ে আসে
একটু খানি আহারে পেট ভরে ভাসে।
এই মাঠের ভিতরে বারে বারে ডাকে
কত বার ছুটে আসি শত কাজে ফাঁকে।
ছয় ঋতু সাজে দেখি মন যে শীতল
কত রুপ চোখে পড়ে হৃদয় অতল।
প্রতি দিন এক বার যেতে হয় সেথা
যেখানে থাকি না কেন মনে পড়ে যথা।
এই বুকে ঢেউ উঠে সুখ দেয় বার
গড়ে উঠে চার দিকে রুপ যে হাজার।