নির্বাক পৃথিবীর দর্শন
ইয়াসির আরাফাতদেখেই তারে; অখিল, মেলে কনীনিকা লিখতে বসে কাব্য;
ছন্দ-তাল-লয় সংযোগে যা দারুণ সুশ্রাব্য।
এ কাব্য যেন হাজার বছর পূর্বের স্পেন বিজয় ইতিহাসের কথন,
যেখানে পুলকিত ভালো লাগা গেঁথে আছে ভীষণ–।
এবং অঢেল আকর্ষণ টেনেছে বর্ষা, সজীবতা জাগরণে অঝোরে ঝরাবে বৃষ্টি,
অনাবিল প্রান্তরে নান্দনিক তরঙ্গায়িতে উপচে পড়বে নিপুণ দৃষ্টি–।
নয় অলিক কিংবা রূপকথার পৌরাণিক কোন প্রলেপ,
পরশন তার মহাজগতে বিছায়েছে পেঁজা তূলোর লেপ।
স্বর্গের উপস্থিতি মৃত্তিকা চষে ছুটছে মিনিয়েচার গোলাপ,
হবে না সংহার আজীবন বর্ণনায় শত উপমা টেনে করেও সংলাপ–।
এ যেন কল্পিত মনোহারী এসেছে ভিনগ্রহ হতে প্রেমে বসতিরে,
কয়েক আলোক বর্ষ দূর হতে অগণন বাঁধার ভিত চিরে!
নির্নিমেষ তাকিয়ে শিল্পী আঁকে চিত্রণ থমকে থমকে,
নিশিরাতে ঘুমের ঘোরে উঠে যায় চমকে চমকে!
ঘোষিত রায়–
রূপসীর রূপে নির্বাক পৃথিবী নিঃশ্বাস ছাড়ে অপার মুগ্ধতায়—।