ফিরতে হবে বাংলা সাহিত্যিকের পাতায়
ফিরতে হবে বাংলা সাহিত্যিকের পাতায় উমায়ের আল আমান বর্তমান সময়ে লেখালিখি যেন আর আগের মতো চলছে না। একসময় বাংলা সাহিত্য ছিলো আবেগ, প্রেরণা আর আন্দোলনের মশাল। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ কিংবা সেলিম আল দীনদের মতো সাহিত্যিকরা তাঁদের কলম দিয়ে যুগকে বদলে দিয়েছেন। তাঁদের সাহিত্য শুধু বিনোদন ছিলো না, ছিলো জাতির চিন্তার আলো। কিন্তু আজকের দিনে সেই […]